Subscribe Us

কম ক্যালোরি টেষ্টি খাবার।

কম ক্যালোরি টেষ্টি খাবার।

 

কম ক্যালোরি টেষ্টি খাবার।



পাস্তা মানেই অনেক টেষ্টি খাবার এ জাতীয় খাবার প্রায় সবারই পছন্দ। এ জাতীয় খাদ্যে অনেকখানি পনির, মাখন, ক্রিম থাকে। মানে অনেকখানি ফ্যাট আর উচ্চ মাত্রার ক্যালোরি ও শরীরের জন্য ক্ষতিকর। তাই আমাদের ইচ্ছে থাকা সত্বেও আমরা প্রতিদিন এটি খেতে পারিনা । সেই সমস্যা দূর করতে আমরা জানাচ্ছি  শত ভাগ (fat less) বা চর্বিবিহীন স্বাস্থ্যকর পাস্তার রেসিপি। এতে ফ্যাট তো নেই-ই, ক্যালোরিও খুব বেশি নয়। 

যারা ডায়েট করছেন, তারা যেকোনো এক সময়ে র খাবার না খেয়ে অনায়াসে এটি খেতে পারেন। টেষ্টি তো বটেই, ওজন কমাতে সহায়তা করবে অনেক।


উপকরণ

১.চিকেন/ভেজিটেবল স্টক দেড় কাপ দিন।

২.পছন্দমতো সবজি (গাজর কুচি, বরবটি, বাঁধাকপি ইত্যাদি কুচি) দিন। 

৪ ৩এক কাপ চিকন করে কুচি) দিন ।

৫.সেদ্ধ ১/৪ কাপ তানজারিন পাস্তা দিন ।

৬.লেবুর রস দুই টেবিল চামচ দিন।

৭.এক টেবিল চামচ লেমন গ্রাস বাটা দিন।

৮.এক চা চামচ আদা কুচি দিন।

৯.লবণ স্বাদমতো দিন ।

১০.অল্প ধনিয়া পাতা কুচি  দিন।


রাধার প্রণালি

-হাঁড়িতে স্টকের সাথে সেদ্ধ পাস্তা ছাড়া উপরের সব উপকরণ গুলো দিয়ে দিন। 

-জ্বাল হতে দিন মাঝারি আঁচে। 

-৪-৫ মিনিটেই বলক ওঠে প্রায় সবজি সেদ্ধ হয়ে যাবে। 

-এখন এতে পাস্তা দিয়ে রান্না করুন দুই মিনিট ধরে। 

-হালকা মাখা মাখা ঝোল রাখুন  ঢাকানা থাকা অবস্থায়  নামান।

এবং

পরিবেশন করুন গরম গরম ।  চিকেন কিংবা মাছ এতে যুক্ত করতে পারেন। যারা dite করছেন তাদের জন্য এটি একটি আদর্শ খাবার।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ